বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

লালমনিরহাটে ধান ও চাল সংগ্রহ বিষয়ক কর্মশালা 

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে ধান ও চাল সংগ্রহ বিষয়ক কর্মশালা 

‘জিংক চালের পুষ্টিগুণ রোগ বালাই দূর করবে’ এই প্রতিপাদ্যকে ঘিরে বায়োফর্টিফাইড জিংক সমৃদ্ধ ধান ও চাল সংগ্রহ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১২ জুন) লালমনিরহাট জেলা খাদ্য বিভাগে বায়োফর্টিফাইড জিংক সমৃদ্ধ ধান চাল সংগ্রহ বিষয়ক সভায় জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) স্বপন কুমার দে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের লালমনিরহাটের উপ-পরিচালক ডা. সাইখুল আরফিন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন- সদর উপজেলা কৃষি কর্মকর্তা, হাসিনুর রহমান, পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গফফার, জেলা চাল কল মালিক সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক, প্রান্তিক কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

বক্তারা মানবদেহের রোগ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে পুষ্টি পূরণে বায়োফর্টিফাইড জিংক সমৃদ্ধ ধান চাল সংগ্রহের উপর গুরুত্বারোপ করেন।

টিএইচ